গরিবের মৃত্যু–শার্ল বোদলেয়ার
গরিবের মৃত্যু শার্ল বোদলেয়ার একমাত্র মৃত্যুই সান্ত¡না দেয়, আহা! বাঁচিয়ে রাখে সে; জীবনের অনন্য লক্ষ্য, একমাত্র আশা; মৃতসঞ্জীবনীর মতন জাগায় সে আমাদের মাতাল করে আর সন্ধ্যা তক পা চালাবার যোগায় হিম্মত। ঝড়ঝঞ্ঝা, তুষার, বরফের পারে কৃষ্ণ দিকচক্রবালে একমাত্র দপদপে আলো সেই; কেতাবে প্রতিশ্রুত প্রখ্যাত শুড়িখানা যেখানে লোকে পান ও ভোজন শেষে গড়াতে পারে গা। সে… Continue reading গরিবের মৃত্যু–শার্ল বোদলেয়ার