কবিতা

অর্থ

Spread the love

‘তোরা দেখে যা আমিনা মায়ের কোলে’
লিখতে সে ভুলে
লিখেছে ইশকুলে
‘তোরা দেখে যা আমি না মায়ের কোলে’

বলুন পাঠক কহুন পাঠিকা
কী নকল করল সে কবি নজরূল থিকা !

আমি নার মধ্যে থামি আমিনার মধ্যে থামি না
আমির অর্থও শুদ্ধ আমি না
কী এই নায়ের অর্থ যদি অšতর্যামি না ?

না বলেই হা বলি কোলে থাকি নামি না
তোরা দেখে যা আমিনা মায়ের কোলে আমি না।

——-
১৯৯৮