বিদেশি
শার্ল বোদলেয়র
“বলো দেখি, দুর্বোধ্য মানুষ, কাকে তুমি ভালোবাসো সবচেয়ে বেশি,
তোমার বাবা, মা, বোন, না ভাই?”
“আমার বাবা, মা, বোন বা ভাই, কেহ নাই ।”
“বন্ধুবান্ধব?”
“কথাটার অর্থ কি তা কখনো বুঝিনি।”
“তোমার স্বদেশ?”
“কোন অক্ষাংশে পাবো তারে?”
“সুন্দর?”
“সে যদি দেবী অমরাবতী ভালোবাসবো তাকে আনন্দভৈরবী।”
“টাকা?”
“নিকুচি করি তার, যেমন আপনারা করেন ঈশ্বরের ।”
“আচ্ছা, মহামতি বিদেশি, কি তুমি ভালোবাসো?”
“আমি ভালোবাসি মেঘ…উড়ে চলা মেঘ…ঐ…ঐ দূরে ঐখানে… আশ্চর্য মেঘ আর মেঘ!”
রচনা: ১৮৬২
অনুবাদ: ২২ অক্টোবর ২০২৫
সলিমুল্লাহ খান