প্রমেকি-প্রেমিকার মৃত্যু
শার্ল বোদলেয়র
আমাদের বিছানা হবে হালকা আতরমাখা
কবরের মতো গাড়া আমাদের তাকিয়া
তাকে তাকে আরো সুন্দর আকাশতলে
ফোটা বিদেশি ফুলের তোড়া।
জীবনের শেষ উমটুকু খরচা করবে তাই
আমাদের দুই হৃদপি- হবে গোটা দুই বিশাল
মশাল, তাদের দ্বিগুণ আলো পড়বে ফিরবে
আমাদের দুই মনে, একজোড়া আয়নার ওপর।
রহস্যঘেরা নীল আর গোলাপি এক সন্ধ্যায়,
আমরা একে অপরকে দেব বিদায়বধিুর সুদীর্ঘ
ফোঁপাকান্নামতো মাত্র একটি বিদ্যুচ্চমক;
বহুদিন পর পুরানা দর্পণ আর মরা অগ্নিশিখা
আবার জ্বালাতে সন্তর্পণে দরজা ঠেলে
আসবেন দিন্দার, সহাস্যবদন, ফেরেশতাপ্রবর।
অনুবাদ
সলিমুল্লাহ খান
১৩ অক্টোবর ২০২৫