‘তোরা দেখে যা আমিনা মায়ের কোলে’
লিখতে সে ভুলে
লিখেছে ইশকুলে
‘তোরা দেখে যা আমি না মায়ের কোলে’
বলুন পাঠক কহুন পাঠিকা
কী নকল করল সে কবি নজরূল থিকা !
আমি নার মধ্যে থামি আমিনার মধ্যে থামি না
আমির অর্থও শুদ্ধ আমি না
কী এই নায়ের অর্থ যদি অšতর্যামি না ?
না বলেই হা বলি কোলে থাকি নামি না
তোরা দেখে যা আমিনা মায়ের কোলে আমি না।
——-
১৯৯৮